ঢাকাMonday , 16 January 2023

পরীক্ষামূলক সম্প্রচার

পরীক্ষামূলক সম্প্রচার

কম্বল পাওনে এহন ঠান্ডায় গোনে আছান অইবে

admin
January 16, 2023 4:24 pm
Link Copied!

বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তির বাসিন্দা হেলাল খান (৬৮)। বয়সের ভারে নুয়ে পড়লেও জীবিকার তাগিদে এখনো রিকশা চালান। এবার এত শীত পড়ছে যে রাতে ঘরে ঘুমাতে পারেন না। হেলাল খানের ভাষায়, ‘ঘরের বেড়ার ফাঁকফোকর দিয়া ফুর ফুর কইর‌্যা ঠান্ডা বাতাস আয়। পাতলা খাতায় (কাঁথা) শীত মানে না। খাওন জোডামু না গরম কাপুড় কিনমু?’

আজ রোববার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা একটি কম্বল পেয়েছেন হেলাল। এরপর তিনি বললেন, ‘আপনেগো কম্বল পাওনে এহন ঠান্ডায় গোনে (থেকে) আছান অইবে।’

বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান, কালিজিরা, সিঅ্যান্ডবি রোড, বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদের তীরে কৃষ্ণকাঠি গ্রামে শীতার্ত ২০৫ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বরিশাল বন্ধুসভার সদস্যরা এসব কম্বল বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়

আজকের সর্বশেষ সবখবর